আলিবাবা এবং চীন সরকারের বিরুদ্ধে অভিযোগ!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ৩১, ২০২০

মহামারি মোকাবেলায় চীন সরকার ও অনলাইন সুপারমার্কেট আলিবাবা স্পেনে যেসব মেডিকেল সামগ্রী পাঠিয়েছে সেগুলো শেনজেন বায়োইজির রপ্তানি করা সামগ্রীর মধ্যে পড়ে না বলে স্প্যানিশ দূতাবাস পরিষ্কার করে দিয়েছে।

তুরস্কও ঘোষণা করেছে যে চীনের বিভিন্ন কোম্পানি থেকে তারা যেসব টেস্টিং কিট কিনেছিল সেগুলো ঠিকমতো কাজ করে না।

তবে তারা এও বলেছে যে তার মধ্যে সাড়ে তিন হাজার কিট ভালোভা এই কাজ করেছে।

সারাবিশ্বে চীন তার প্রভাব বাড়াতে করোনাভাইরাস মহামারিকে ব্যবহার করতে পারে সমালোচকদের এ ধরনের হুঁশিয়ারেদ মধ্যেই ত্রুটিপূর্ণ এসব যন্ত্রপাতির ব্যাপারে অভিযোগ উঠলো।

Leave a Comment