শিশুর প্রথম জন্মদিনের উপহার নিয়ে ভাবছেন? জানুন বিস্তারিত

  • কামরুন নাহার স্মৃতি
  • এপ্রিল ১০, ২০২২

শিশুর প্রথম জন্মদিনে উপহার নিয়ে চিন্তিত? শিশুর প্রথম জন্মদিনে এমন কিছু উপহার দিন যা আসলেই প্রয়োজনীয়। আসুন জেনে নেই বিস্তারিত...

বইঃ শিশুর প্রথম জন্মদিনে উপহার দিতে পারেন বই। শুনতে আশ্চর্য লাগছে? আশ্চর্য লাগলেও এটাই সত্যি। এখন থেকে তাকে গল্প শোনার অভ্যাস করালে মস্তিষ্ক বিকশিত হবে, পড়ার প্রতি ঝোঁক বাড়বে।

খেলনাঃ রঙ বেরঙের খেলনা বা অক্ষরের ব্লক শিশুর জ্ঞান বিকাশে খুবই কার্যকর। প্রথম জন্মদিনে এটাই হতে পারে আদর্শ উপহার। মজার খেলা খেলতে খেলতে আপনার শিশুর প্রাথমিক পাঠও শুরু হয়ে যাবে।

আরো পড়ুনঃ ঘরে পুরুষের চেয়ে দ্বিগুণ কাজ করে নারী

নকল বাজনাঃ শিশুদের মিঠে সুর খুবই পছন্দের। খেলনা পিয়ানো, খেলনা গিটার কিনে দিন আপনার শিশুকে। এগুলোই যদি ধ্যান-জ্ঞান হয়ে ওঠে, তাহলে বড় হয়ে গুণী হয়ে উঠবে সে!

দোলনাঃ শিশু থেকে বাড়ন্ত হওয়ার সময় দোলনা বেশ কাজে লাগে। দোলনা ধরতে ধরতে শিশু শক্ত কিছু আঁকড়ে ধরা শিখবে।

সঞ্চয়ঃ শিশুকে উপহার দেওয়ার পাশাপাশি শুরু থেকে আগামী নিয়ে ভাবতে শেখান। প্রথম জন্মদিন থেকেই শিশুকে অর্থ সঞ্চয় করতে শেখান।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment