শিশুর ডায়াপার র‍্যাশ কিভাবে এড়ানো সম্ভব?

  • ওমেন্সকর্নার ডেস্ক 
  • সেপ্টেম্বর ৯, ২০১৮

মা এবং তার শিশুর জন্য এক আতংকের নাম ডায়াপার র‍্যাশ। একটু সাবধানতা অবলম্বন করলে এই আতংক এড়িয়ে চলা সম্ভব। 

ডায়াপার ব্যবহারের কারণে কোনো কোনো শিশুর একেবারেই সমস্যা হয় না। আবার অনেকেরই র‌্যাশ ওঠে, ত্বক লালচে হয়ে যায়। কেন? সবার ত্বক এক রকম নয়। কারো কারো ত্বক সেনসিটিভ থাকে। যাদের ত্বক সেনসিটিভ, তাদের ডায়াপার র‌্যাশ বেশি হয়। ডায়াপার ব্যবহারে প্রস্রাব ও পায়খানা বেশ খানিকটা সময় আটকে থাকে। মূলত এ কারণে সেনসিটিভ ত্বক লালচে হয়। অনেক সময় প্রস্রাব ও পায়খানার স্পর্শে শিশুর ত্বক থাকে বলে ইস্ট ইনফেকশন বা ছত্রাকের ইনফেকশনও হতে পারে। ডায়াপার র‌্যাশ হলে তেমন ভয়ের কিছু নেই। সাধারণত নিস্টাটিন, ইকোনাজল, ক্লট্রিমাজল বা কিটোকনাজল ক্রিম আক্রান্ত স্থানে ব্যবহার করলে র‌্যাশ দ্রুত ভালো হয়ে যায়। 

ডায়াপারে ছত্রাক ইনফেকশন হওয়ার কারণ বাচ্চার ত্বক বিশেষ করে প্রস্রাব ও পায়খানার স্থানের আশপাশ সব সময় ভেজা ভেজা থাকে। এ কারণে সহজেই ছত্রাক জন্মাতে পারে। ছত্রাকের ইনফেকশনেও ক্রিম ব্যবহার করা ভালো। তবে বেশি মাত্রায় হলে ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে। তবে ডায়াপার র‌্যাশ হওয়ার আগেই কয়েকটি বিষয় লক্ষ রাখলে উপকার পাওয়া যায়। বাচ্চার পশ্চাদ্দেশ যতটা সম্ভব শুকনো রাখতে হবে। ডায়াপার পরানোর আগে জিংক অঙ্াইড ক্রিম বা পেট্রোলিয়াম জেলি দেওয়া যেতে পারে।

সূত্র : গুগল 

Leave a Comment