পিত্তথলিতে পাথর
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ৩, ২০১৮
পিত্তথলিতে পাথর- এ শব্দগুলোর সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। পিত্তথলিতে পাথরকে ইংরেজিতে বলে গলস্টোন ডিজিজ আর চিকিৎসার পরিভাষায় এ রোগের নাম কোলেলিথিয়াসিস। পিত্তথলি আমাদের যকৃতের (লিভার) নিচের দিকে থাকে, যেখানে পিত্ত (বাইল) এসে জমা থাকে এবং পিত্তথলিতে থাকার সময়কালে পিত্তরস তথা বাইলের কিছু পরিবর্তন সাধিত হয়।
যখন আমরা চর্বিজাতীয় খাবার খাই তখন তার হজমের জন্য পিত্তথলি থেকে বাইল বেরিয়ে আমাদের খাদ্যনালিতে আসে। এই পিত্তরস থেকে তৈরি লবণ, কোলেস্টেরল, পানি এসব থেকে উৎপম্ন হয় গলস্টোন। কোলেস্টেরল, রঙিন আর মিশ্র- এই তিন ধরনের লবণ শরীরে দেখা দেয়। তবে এদের মধ্যে কোলেস্টেরল পাথরের উৎপাতই শরীরে অধিক হারে দেখা দেয়।
পিত্তথলিতে পাথর হলে বেশিরভাগ ক্ষেত্রেই (প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রেই) ধরা পরে রুটিন কোনো চেকআপের সময়। সাধারণত ২০ শতাংশ ক্ষেত্রে পেটের এক্স-রে'তে এবং প্রায় শতভাগ ক্ষেত্রে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় পিত্তথলির পাথর ধরা পড়ে। পিত্তথলির পাথর চিকিৎসার প্রধান উপায় হলো অপারেশন। তা পেট কেটে অপারেশনই হোক আর লেপারেস্কোপিক অপারেশনই হোক না কেন। এভাবে অনেকে হঠাৎ নিজের পিত্তথলিতে পাথর জেনে এবং যেহেতু কোনো শারীরিক সমস্যা হচ্ছে না, তাই সিদ্ধান্তহীনতায় ভোগেন, অপারেশন করাবেন কি করাবেন না।
এ অবস্থায় অপারেশন না করালে কী হতে পারে, তা জানলে সহজেই এর উত্তর পাওয়া যাবে। পাথর থাকা সত্ত্বেও অপারেশন করা না হলে যা হতে পারে-
পিত্তথলির প্রদাহ
এর জন্য যে কোনো সময় আপনার পেটের ডান দিকে তীব্র ব্যথাসহ জ্বর আসতে পারে এবং বমিও হতে পারে। এ ব্যথা কাঁধ পর্যন্ত ছড়াতে পারে।
অবস্ট্রাক্টিভ জন্ডিস
অবস্ট্রাক্টিভ জন্ডিসের ক্ষেত্রে এই মূল পিত্তনালিতে পাথর এসে জমা হয়, তখন বাইল শরীর থেকে বের না হতে পেরে শরীরে বাইল বেড়ে যাওয়ার মাধ্যমে জন্ডিস সৃষ্টি করে। এবং এই জন্ডিসে সাধারণত বিলুরুবিনের পরিমাণ অন্যান্য জন্ডিসের থেকে বেশি হয় এবং হেপাটোরেনাল সিন্ড্রোম (যেখানে লিভার ফেইলর হওয়ার পর কিডনি ফেইলর হয়) বা হেপাটিক এনকেফালোপ্যাথি (বিলুরুবিন বেড়ে গিয়ে ব্রেনে এনকেফালোপ্যাথি) হওয়ার মাধ্যমে মানুষ মারাও যেতে পারে।
প্যানক্রিয়েটাইটিস বা অঘ্ন্যাশয়ের প্রদাহ- পিত্তথলির পাথর মূল পিত্তনালি থেকে নেমে অঘ্ন্যাশয়ের নালিতে আটকে গিয়ে একিউট প্যানক্রিয়েটাইটিস তথা অঘ্ন্যাশয়ে প্রদাহ সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে হঠাৎ পেটের মাঝখানে তীব্র ব্যথাসহ প্রচুর বমি হতে পারে।
পিত্তথলিতে ক্যান্সার
যদিও পিত্তথলিতে ক্যান্সার অন্যান্য ক্যান্সারের তুলনায় কম হয়। অনেক দিন পাথর থাকার জন্য পিত্তথলির লাইনিং পরবর্তিত হয়ে সেখানে ম্যালিগন্যান্সি তথা ক্যান্সারও দেখা দিতে পারে।
আর/এস