
জন্মের পরপর K-one ইনজেকশন বাচ্চাকে কেনো খাওয়ানো হয় জানেন?
- ওমেন্সকর্নার ডেস্ক:
- এপ্রিল ১৩, ২০১৯
মূলত কে-ওয়ান ইনজেকশন হলো ভিটামিন 'কে' ইনজেকশন। এটার প্রথম ডোজ বাচ্চা জন্মানোর সাথে সাথে মুখে খাওয়ানো হয়। জন্মের ৪-৭ দিনের মধ্যে পরবর্তী ডোজ খাওয়ানো হয়। এবং তৃতীয় ডোজ ২৮ দিনে খাওয়ানোর নিয়ম। আপনার বাচ্চার যদি ভিটামিন 'কে' না নেয়া থাকে তাহলে একজন ডাক্তার এর পরামর্শ নিন।
ভিটামিন 'কে' কি কাজ করে? শিশুর হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন-কে জরুরি। এটি হাড়ের ফ্র্যাকচার কমাতে সাহায্য করে। ভিটামিন-কে শিশুর হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো। ভিটামিন-কে কার্ডিওভাসকুলার ডিজিজ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে।
ভিটামিন 'কে' এর অভাবে কী হতে পারে? যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে-এর শোষণ কমে যায়। ভিটামিন ‘কে’- এর অভাবে ত্বকের নিচে ও দেহাভ্যন্তরে যে রক্ত ক্ষরণ হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগী মারা যেতে পারে। এ ভিটামিনের অভাবে অপারেশনের রোগীর রক্তক্ষরণ সহজে বন্ধ হতে চায় না। এতে রোগীর জীবন নাশের আশংকা বেশি থাকে। এজন্য নবজাতকের জন্য ভিটামিন 'কে' অতন্ত্য জরুরি।
টি/আ