গাজর বাড়ায় পুরুষের সন্তান জন্মদানের সক্ষমতা! 

  • কামরুন নাহার স্মৃতি
  • জুন ২৪, ২০২০

পুরুষের সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধি করে গাজর। এছাড়াও তাদের বীর্যকে পুনরুজ্জীবিত করতেও ভূমিকা রাখে গাজর। সম্প্রতি গবেষণায় এমন তথ্যই বেরিয়ে এসেছে।

হার্ভাড বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অব পাবলিক হেলথ' সম্প্রতি এমনই একটি তথ্য প্রকাশ করেছে। তারা এও বলেছেন যে, যে কোন কমলা ও হলুদ রঙ্গের সব ফলই পুরুষের সন্তান উৎপাদন সক্ষমতা বাড়ায়।

আরো পড়ুন : জন্মনিয়ন্ত্রন বড়ি এবং মাইগ্রেন 

এছাড়াও গবেষকরা বলেন, যে কোন রঙ্গীন ফল ও সবজিই পুরুষের সক্ষমতা বাড়াতে সহায়তা করে। তবে অন্যান্য রঙ্গীন ফলের চেয়ে এক্ষেত্রে গাজর সর্বাধিক কাজ করে। গবেষকদের মতে,গাজরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা পুরুষের শরীরে ডিমের চেয়েও বেশি কাজ করে।

একটি ডিমের চেয়ে একটি গাজর সর্বোচ্চ আট শতাংশ বেশি কাজ করতে সক্ষম বলে জানান তারা।

Leave a Comment