কোন ভ্যাকসিনে কোভিড আর্ম বেশি লক্ষনীয় এবং কেন, বিস্তারিত জানুন

  • কবিতা আক্তার
  • আগস্ট ৫, ২০২১

কোভিড ভ্যাকসিন নেওয়ার পর অনেকেই কোভিড আর্ম সমস্যায় ভুগছেন।

কোভিড আর্ম কী?

কোভিড আর্ম হলো টিকা নেওয়ার স্থানে লালচে ভাব, শক্ত হয়ে যাওয়া, ফোলা, চুলকানি, যার্শসহ প্রচন্ড ব্যথা হওয়া। অনেকেই টিকা নেওয়ার পর এ সমস্যার সম্মুখীন হয়েছেন।

তবে এমনটা হওয়ার কারণ কি?

বিশেষজ্ঞদের মতে, প্রথম বা দ্বিতীয় টিকা নেওয়ার পর অনেকের মধ্যেই কোভিড আর্ম দেখা দিয়েছে। যদিও এটি সবার ক্ষেত্রে হয় না। তবে এটি ক্ষতিকর নয়। যারা মডার্না ভ্যাকসিন নিচ্ছেন, তাদের ক্ষেত্রেই কোভিড আর্ম বেশি লক্ষনীয় বলে জানা গেছে গবেষণায়।

আরো পড়ুনঃ পুরুষের চুল পড়া রোধে করণীয়!

অন্যদিকে ফাইজার বায়োটিক ভ্যাকসিন ও কোভিড আর্ম এর কারণ হতে পারে, তবে সম্ভবনা কম। আসলে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কোভিড আর্ম হওয়ার ঝুঁকি বেশি। কোভিড আর্ম হলো একটি বিলম্বিত অতিসংবেদনশীল ত্বকের প্রতিক্রিয়া। যা ইনজেকশন নেওয়ার স্থান ও এর আশেপাশে ঘটে থাকে। শরীরে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে বেশি দেখা দিচ্ছে কোভিড আর্মের লক্ষণ। টিকা নেওয়ার পর ৩-৫ দিন পর্যন্ত কোভিড আর্ম এর সমস্যা থাকতে পারে।

এক গবেষণায় দেখা গেছে, অনেকে প্রথম টিকা নেওয়ার পরবর্তী পাঁচ দিন পর্যন্ত কোভিড আর্মে ভুগেছেন। আবার কারো ক্ষেত্রে দ্বিতীয় টিকা নেওয়ার পর দুই দিনের মধ্যে সেরে গেছে কোভিড আর্ম।

কোভিড আর্ম এর লক্ষণসমূহ-

- তীব্র চুলকানি, লাল বা বিবর্ন ফুসকুড়ি, ফুসকুড়ি আপনার হাত বা আঙুলেও ছড়িয়ে যেতে পারে, ফোলা ও শক্ত ভাব, প্রচন্ড ব্যথা, টিকার স্থান গরম থাকা, শক্তপিন্ডের মতো বোধ করা।

আরো পড়ুনঃ মিষ্টি কুমড়া ভর্তা

বিশেষজ্ঞদের মতে, কোভিড আর্ম একটি ইমিউন সিস্টেম প্রতিক্রিয়া। এটি দেখা দিলে বোঝা যায় যে, আপনার ইমিউন কোষগুলো পেশি কোষের সারা দিচ্ছে। ম্যাসাচুসেট্স জেনারেল হাসপাতালের ( এমজিএইচ ) এলার্জিস্টদের একটি দল এমআরএন এ কোভিড ভ্যাকসিন নেওয়া ৪৯ হাজার ১৯৭ জনের উপর গবেষণা করেন। তারা দেখেন ভ্যাকসিন এর প্রথম ডোজ নেওয়া ৪০ হাজারের মধ্যে মাত্র ৭৭৬ জন কোভিড আর্মে ভুগেছেন। তারা সবাই ইনজেকশন নেওয়ার স্থান ও এর আশে পাশে ব্যথা, ফুসকুড়ি, চুলকানি অনুভব করেছেন।

গবেষণায় আরও জানা যায়, কোভিড আর্মে পুরুষের তুলনায় নারীরা বেশি ভুগছেন। তবে অন্যান্য দেশের নারীদের তুলনায় আবার আফ্রিকান নারীরা কোভিড আর্ম এর সমস্যায় ভুগছেন।

কোভিড আর্ম হলে করণীয়: কোভিড আর্ম হলে ঘরোয়া উপায়ে এই এর চিকিৎসা করতে পারেন। ফলে ব্যথা, ফোলা এবং চুলকানি কমবে।

জেনে নিন করণীয়-

- বরফ ঘষুন ওই স্থানে, স্টেরয়েড ব্যবহার করতে পারেন, ব্যথার ঔষধ খেতে পারেন, ওরাল অ্যান্টিহিস্টামিন গ্রহণেও ব্যথা কমবে, টিকা নেওয়ার স্থানটিতে কখনো জোরে চাপ প্রয়োগ করবেন না।

বিশেষজ্ঞরা বলছেন, কোভিড আর্ম হওয়া মারাত্মক কোনো লক্ষণ নয়। এটি ৩-৫ দিনের মধ্যেই সেরে যায়। প্রথম ডোজ নেওয়ার পরে কোভিড আর্ম হ‌ওয়ায় দ্বিতীয় খোঁজ নিবেন না, এমনটি করা যাবে না। অবশ্যই টিকা নিতে হবে।

আরো পড়ুনঃ প্রিয় মানুষটা কি আপনাকে অবহেলা করছে?

মনে রাখবেন, বিশ্বের সব দেশের মানুষের উপরে এসব টিকা প্রয়োগ করা হচ্ছে। কোভিড আর্ম করোনা টিকার একটি সাধারন পার্শ্ব প্রতিক্রিয়া। তবে যদি বেশি সমস্যা হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment