ইউরিন ইনফেকশন ছাড়াও প্রস্রাবে জ্বালাপোড়া ও ব্যথা হয় কেন জানুন

  • কবিতা আক্তার
  • মে ১১, ২০২৩

প্রসাবের সময় অনেকেরই জ্বালাপোড়া ও হালকা ব্যথা অনুভূত হয়। তবে প্রায়ই এই সমস্যার কারণ কিন্তু মারাত্মক হতে পারে।

অনেকেই এই ক্ষেত্রে ভেবে নেন তিনি প্রস্রাবের ইনফেকশনে বা ইউটিআইতে ভুগছেন।তবে জানলে অবাক হবেন, প্রস্রাবের ইনফেকশন ছাড়াও জটিল কিছু রোগের কারণেও এ সমস্যা হতে পারে প্রসাবের সময় তীব্র ব্যথা হওয়াকে বিজ্ঞানের ভাষায় ডিসুরিয়া বলে। এক্ষেত্রে প্রস্রাবের সময়ে তীব্র ব্যথা ও জ্বালা, যৌনাঙ্গ সংলগ্ন চাপ অনুভূত হয়।

আরো পড়ুনঃ শিশুর প্রস্রাবে ইনফেকশন হওয়ার কারণ কী?

ব্যাকটেরিয়ার সংক্রমণ ছাড়াও কয়েকটি কারণে প্রস্রাবের সময় এই সমস্যা গুলো হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক -

- অতিরিক্ত শুকনো খাবার খাওয়ার কারণে শরীরে পানির পরিমাণ কমে যায়। এক্ষেত্রে প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে।

- বদ হজমের কারণেও প্রস্রাবের সময় ব্যথা হতে পারে। খাবার যদি ঠিকমতো হজম না হয় সে ক্ষেত্রে এ সমস্যা দেখা দিতে পারে।

- আবার মাত্রাতিরিক্ত মদ্যপান ডিসুরিয়ার অন্যতম কারণ।

আরো পড়ুনঃ মেয়েদের ইউরিন ইনফেকশনের লক্ষণ এবং ঘরোয়া সমাধান 

- এছাড়াও অতিরিক্ত শরীর চর্চা করলেও প্রস্রাবের সময়ে জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে। এর কারণ হলো অতিরিক্ত ব্যায়ামে শরীরের অন্যান্য অংশের কোষে চাপ পড়ে। বাড়তি চাপের কারণে ব্যথা হতে পারে।

- এই কারণগুলো ছাড়াও অন্য কোন শারীরিক সমস্যা থাকলেও ডিসুরিয়ার সমস্যা হতে পারে। কিডনিতে পাথর হলে কিংবা যৌন রোগ হলেও প্রস্রাবের সময় জ্বালাবোধ হয়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment