লিপস্টিকের অজানা ব্যবহার জানুন!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মে ২৩, ২০২২

ঠোঁট রাঙাতে লিপস্টিকের ব্যবহার তো সবসময়ই করি আমরা। তবে লিবস্টিক কিন্তু আরও বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারেন। জেনে নিন কীভাবে..

- ত্বকের দাগ ঢাকতে ব্যবহার করতে পারেন লিপস্টিক। ত্বক উজ্জ্বল হলে কালার কারেক্টর হিসেবে ব্যবহার করতে পারেন পিচ কালার অথবা কোরাল কালারের লিপস্টিক।

ত্বক অপেক্ষাকৃত কম উজ্জ্বল হলে কমলা রঙের লিপস্টিক ব্যবহার করুন। যেখানে দাগ রয়েছে সেখানে লিপস্টিক লাগিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে নিন।

- জমকালো মেকআপ এর সঙ্গে ক্রিম কন্টুরিং করে নিতে পারেন। যদি ডার্ক কালার এর কন্সিলার না থাকে তবে ডার্ক কালারের লিপস্টিক ব্যবহার করুন।

আরো পড়ুনঃ আলু খেলে ওজন বাড়ে?

- কন্টুরিং এরিয়াগুলো তে ডার্ক ব্রাউন লিপস্টিক লাগিয়ে ব্লেন্ড করে নিন। উজ্জ্বল দেখাবে সাজ।

- অনেক সময় লিপস্টিক ভেঙে যায়। এ ধরনের লিপস্টিক দিয়ে বানিয়ে ফেলতে পারেন লিপবাম। একটি পাত্রে খানিকটা পেট্রোলিয়াম জেলি নিয়ে ভেঙে যাওয়া লিপস্টিক টুথপিক দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। প্রয়োজনমতো বের করে ব্যবহার করুন লিপবাম হিসেবে।

- ব্লাশার হিসেবে ব্যবহার করা যায় লিপস্টিক। অল্প লিপস্টিক আঙ্গুলে লাগিয়ে ত্বকে ব্লেন্ড করে নিন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment